জাতীয়

মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মানসিক সহায়তায় পদক্ষেপ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সহায়তায় নানান পদক্ষেপ নিয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল।

ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি চালু করা হয়েছে বিশেষ আউটডোর সেবা, হাসপাতালে বেড সংরক্ষণ, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আউটরিচ টিম এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-এর সহায়তায় হটলাইন সেবা।

হটলাইন নম্বরগুলো হলো- সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ০১৮৩৫১৫৪৩৪১ এবং ০১৮৩৫১৫৫৫২১, দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ০১৮৩৫১৫৩২৬২ এবং ০১৮৩৫১৫৪৩৪০, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ০১৮৩৫১৫৩০০৫ এবং ০১৮৩৫১৫৬২৬২ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, ক্ষয়ক্ষতি ও কারণ নিরূপণে তদন্ত কমিশন ‘বিমানের শব্দ শুনলেই কলিজা কাঁপছে, দিয়াবাড়ি শাখায় আর পড়বো না’

এছাড়া ২৪ ঘণ্টা যে কোনো জরুরি মানসিক স্বাস্থ্য সেবার জন্য সরাসরি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এরই মধ্যে একজন সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ, সাইকিয়াট্রিক বিশেষজ্ঞ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় দুর্ঘটনায় আক্রান্তদের মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে আজ মঙ্গলবার একটি প্রাথমিক কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল চূড়ান্ত করা হবে।

এই উদ্যোগ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মানসিক স্বাস্থ্য সহায়তায় এই জরুরি পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী।

এসইউজে/কেএসআর/এএসএম