একুশে বইমেলা

লেখক সাদাত হোসাইনের সঙ্গে মালয়েশিয়া ভ্রমণের সুযোগ

জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের সঙ্গে মালয়েশিয়া ভ্রমণের সুযোগ এবার সত্যি হতে যাচ্ছে। তার লেখা প্রিয় একটি বই রিভিউ করে যে কেউ সুযোগটি গ্রহণ করতে পারেন। অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জন লাকি উইনার পাবেন স্বপ্নময় ভ্রমণের সুযোগটি। ফিউশন হলিডেজ লিমিটেডের ফেসবুক পেজে এমন অফার দেওয়া হয়েছে।

অফারে বলা হয়েছে, তরুণ লেখক সাদাত হোসাইনের লেখা পাঠকের প্রিয় বইয়ের রিভিউ হতে হবে। তাতে হ্যাশট্যাগ যুক্ত করে কমেন্টে ৩ বন্ধুকে ট্যাগ করে ফেসবুকে পোস্ট করতে হবে। আগামী ২০ আগস্ট পর্যন্ত এই রিভিউ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। সবচেয়ে চমৎকার রিভিউকারী পাবেন এ ভ্রমণের সুযোগ!

আরও পড়ুনবইনামা লেখক পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বানপ্রকাশিত হয়েছে গণ-অভ্যুত্থানের গল্প ও প্রবন্ধ সংকলন

এ ব্যাপারে সাদাত হোসাইন বলেন, ‘তারা যখন প্রস্তাবটা দিলেন; তখন সিদ্ধান্ত নিতে বেশ কিছুদিন সময় নিলাম। ভাবলাম। আমার প্রকাশকসহ কয়েকজনের সঙ্গে কথাও বললাম। তারপর মনে হলো, এ সময়ে চারপাশে এত এত অপশন যে, মানুষকে বইয়ের সঙ্গে সম্পৃক্ত করাটা কিংবা আগ্রহী করে তোলাটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠিন।’

তিনি বলেন, ‘আগের বাস্তবতার সঙ্গে তুলনা না করে এই নতুন বাস্তবতায় বইয়ের বিপণন, পাঠকের সঙ্গে এনগেজমেন্টের জন্য বিশ্বব্যাপীই নতুন নতুন ভাবনা ইনকরপোরেট করা হচ্ছে। তাতে অংশ নিচ্ছেন লেখক ও পাঠক। ফলে আমাদের দেশের বাস্তবতায় এটিও দারুণ বৈচিত্র্যময় একটি ক্যাম্পেইন হতে পারে। আমার মনে হয়, বইয়ের প্রচার-প্রসারে এমন নানা উদ্যোগ আয়োজন বর্তমান বাস্তবতায় খুবই জরুরি।’

এসইউ/জেআইএম