প্রকাশিত হয়েছে গণ-অভ্যুত্থানের গল্প ও প্রবন্ধ সংকলন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৯ জুলাই ২০২৫

সম্প্রতি প্রকাশিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের গল্প ও প্রবন্ধ সংকলন। সংকলন দুটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে। সংকলনের প্রধান সম্পাদক বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

জানা যায়, গল্প সংকলনটি সম্পাদনা করেছেন কথাসাহিত্যিক হুমায়ূন শফিক। প্রবন্ধ সংকলনটি সম্পাদনা করেছেন কথাসাহিত্যিক সহুল আহমদ। দুটি সংকলনেরই প্রচ্ছদ করেছেন দেবাশিস চক্রবর্তী।

২৭ জুলাই বিকেলে বাংলা একাডেমির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সেখানে সংকলনে স্থান পাওয়া লেখকদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে প্রকাশিত হয় গণ-অভ্যুত্থানের কবিতা সংকলন ‘জুলাই গণ-অভ্যুত্থানের কবিতা’। ২৩ জুলাই সকালে ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় বাংলা একাডেমি।

তবে তখনই কবিতা সংকলনটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রকাশিত হওয়ার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। ফলে বাংলা একাডেমির ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কবিরা তাদের ক্ষোভের কথা জানান। এমনকি সংকলনটি বাতিল করারও দাবি জানান। এদিকে গল্প ও প্রবন্ধ সংকলন নিয়ে তেমন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।