বইনামা লেখক পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০১ আগস্ট ২০২৫

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘বইনামা লেখক পুরস্কার’। এবার নতুন লেখকদের জন্য থাকছে এ পুরস্কার। যারা দীর্ঘদিন লেখালেখির সঙ্গে যুক্ত কিন্তু বই প্রকাশ করেননি; তারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতায় শিশুসাহিত্য, কিশোর সাহিত্য, কথাসাহিত্য, কবিতা, অনুবাদ, আত্মজীবনী, প্রবন্ধ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, ক্যারিয়ার ও আত্মউন্নয়ন, ইসলামি সাহিত্য বিভাগে অংশ নেওয়া সেরা ১০ জন লেখকের বই প্রকাশ করবে বইনামা প্রকাশন।

পুরস্কার হিসেবে থাকছে ১০ বিভাগ থেকে বিজয়ী ১০ জনের জন্য নগদ অর্থসহ বই, নির্বাচিত ১০০ পাণ্ডুলিপি বই আকারে প্রকাশের বিশেষ সুবিধা। বিজয়ী ও নির্বাচিত লেখকদের ‘সম্মাননা’।

বাংলাদেশি যে কোনো বয়সী লেখক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে লেখকের প্রথম বইয়ের পাণ্ডুলিপিটি জমা দিতে হবে। বিষয় ও শব্দসংখ্যা উন্মুক্ত।

এ বিষয়ে বইনামার সত্ত্বাধিকারী রাশেদুল হাসান বলেন, ‘নতুন ও প্রতিশ্রুতিশীল লেখকের সন্ধানে ব্যতিক্রমী এ আয়োজন। এর মাধ্যমে আমরা এমন কিছু লেখককে তুলে আনার চেষ্টা করবো, যারা বাংলা সাহিত্যে দ্যুতি ছড়াবেন।’

আগামী ৩১ আগস্টের মধ্যে পাণ্ডুলিপি [email protected] ই-মেইলে পাঠানো যাবে। সেপ্টেম্বরে নির্বাচিত পাণ্ডুলিপির তালিকা প্রকাশ করা হবে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।