বাংলাদেশ বিমান বাহিনীর ৯৪তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বয়স সাড়ে ১৬ বছর হলেই আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনীকোর্সের নাম: ৯৪তম বিএএফএ কোর্সপদের নাম: অফিসার ক্যাডেট
যোগ্যতার বিবরণ
চাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষবেতন: ১০,০০০ টাকা (প্রশিক্ষণ চলাকালীন সময়)
বয়স: ২৩ জুন ২০২৫ তারিখে সাড়ে ১৬-২২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।বৈবাহিক অবস্থা: অবিবাহিত
আরও পড়ুন নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদন ৪০৯ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর, আবেদন ফি ১০৪ টাকা ২১৪ জনকে নিয়োগ দেবে বিআইডব্লিউটিএ, ৪০ বছরেও আবেদনশারীরিক যোগ্যতাপুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চিনারীর ক্ষেত্রে কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।ওজন বয়স ও উচ্চতা অনুযায়ীচোখের মাপ ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক বাংলাদেশ বিমান করে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১০০০ টাকা
সম্ভাব্য যোগদানের তারিখ: ২৩ জুন ২০২৬
আরও পড়ুন ২৬০ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর, আবেদন ফি ৫৪ টাকা ৮০ জনকে নিয়োগ দেবে ঢাকা ওয়াসা, এসএসসি পাসেও আবেদন ৪৬ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সআবেদন শেষ: ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
এমআইএইচ