দেশজুড়ে

পুলিশ-মাদক ব্যবসায়ী সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫

ফেনীর সোনাগাজী উপজেলায় পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সাইদকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।   

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ভোরে পুলিশের একটি দল ফকির মিয়ার বাড়িতে অভিযানে যায়। এ সময় ফকির মিয়া ও তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে ফকির মিয়া গুলিবিদ্ধ হন এবং পুলিশসহ আরও অন্তত ১৪ জন আহত হন।

ওসি আরও জানান, ফকির মিয়াকে ফেনীর সদর হাসপাতালে এবং সাত পুলিশসহ আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা, এক হাজার পিস ইয়াবা ও বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়েছে।

আরএআর/এমএস