দেশজুড়ে

আতিলা বিলে মাছ ধরা উৎসব

টাঙ্গাইলের বাসাইলে কাউলজানী চকপাড়ায় আতিলা বিলে পালিত হয়েছে মাছ ধরা উৎসব।

শনিবার (৯ জানুয়ারি) সকালে এ উৎসবের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার নিরাইল বিল, বার্থা, নুন্ধা, কাতিল, আতিলা, ডুবাইল বিলসহ উপজেলার কয়েকটি বিলে প্রতি বছর মাছ ধরা উৎসব পালন করা হয়। আতিলা বিলের মাছ ধরা উৎসবে বাসাইল ছাড়াও জেলার সখীপুর ও কালিহাতীসহ বিভিন্ন উপজেলার শত শত মানুষ পলো ও জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে হাজির হন। এ উৎসবে অনেকেই বোয়াল, মিনার কাপ ও শোলসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করেন।

মাছ ধরতে আসা সখীপুরের কচুয়া গ্রামের মফিজ উদ্দিন বলেন, প্রতি বছরই মাছ ধরতে আসি। আমার পূর্বপুরুষরাও এ উৎসবে অংশ নিয়েছেন। এভাবে মাছ ধরার মাঝে একটা আনন্দ রয়েছে।

মাছ ধরতে আসা খলিলুর রহমান বলেন, প্রতি বছর এমন উৎসবের জন্য আমরা অপেক্ষায় থাকি। প্রথমে উৎসবের তারিখ নির্ধারণ করা হয়। পরে হাট-বাজারে ঘোষণা করে সবাইকে জানিয়ে দেয়া হয়। পরে নির্ধারিত তারিখে সবাই ওই বিলে গিয়ে মাছ ধরার উৎসবে হাজির হন।

আরিফ উর রহমান টগর/এএইচ/এমকেএইচ