দেশজুড়ে

বান্দরবানে নিখোঁজ কিশোরী বেনাপোলে উদ্ধার

বান্দরবানের লামা থানা থেকে নিখোঁজ উওয়াইমে মারমা (১৭) নামে এক কিশোরী বেনাপোল থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে বেনাপোল বাজার এলাকা থেকে পোর্ট থানার পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় সোলাইমান (২০) নামে এক যুবককে আটক করা হয়। উদ্ধার কিশোরী বান্দরবানের লামা থানার ইয়াংছা বড় পাড়া গ্রামের মংছিং মারমার মেয়ে। আটক সোলাইমান বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রামের আবু হাসেমের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, উওয়াইমে মারমা নামে এক কিশোরী বান্দরবান থেকে নিখোঁজ হয়। পরে তার অভিভাবকরা লামা থানায় অভিযোগ দেন। সেখান থেকে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়। দীর্ঘ ছয়দিন পর বেনাপোল বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এ সময় তার সাথে থাকা সোলাইমান নামে এক যুবককে আটক করা হয়। বিষয়টি লামা থানায় জানানো হয়েছে। সেখান থেকে পুলিশের একটি টিম রওনা হয়েছে। তারা এলে উদ্ধার কিশোরীকে হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/এএইচ/জেআইএম