দেশজুড়ে

আখাউড়া পৌরসভার দায়িত্ব নিলেন মেয়র কাজল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র মো. তাকজিল খলিফা কাজল তার দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলররাও তাদের দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকতা আহসান হাবিব।মেয়র মো. তাকজিল খলিফা কাজলের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পেয়ারা বেগম প্রমুখ।পরে ইউএনওসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং পৌর কর্মকর্তারা নতুন মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত আখাউড়া পৌরসভা নির্বাচনে ১৪ হাজার ৬৯৯ ভোট পেয়ে মেয়র র্নিাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাকজিল খলিফা কাজল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া পান ৩ হাজার ২৩ ভোট। নির্বাচনে মেয়র পদে ৫ জন, ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।আজিজুল আলম সঞ্চয়/এমএএস/পিআর