আজকের কৌতুক : বিমানের পাইলট কেন ঘামতে থাকে!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ১০ এপ্রিল ২০১৮

কৌতুক- এক : বিমানের পাইলট কেন ঘামতে থাকে!

দুই বন্ধু একটি মাঠে বসে গল্প করছে। এমন সময় তাদের মাথার ওপর দিয়ে একটি বিমান উড়ে যাচ্ছিল-

বিজ্ঞাপন

প্রথম বন্ধু : বল তো, বিমানের মাথার ওপর একটা বিশাল পাখা থাকে কেন?

দ্বিতীয় বন্ধু : কেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম বন্ধু : বিমান চালানোর সময় পাইলটের যেন গরম না লাগে, সে জন্য।

দ্বিতীয় বন্ধু : যাহ্।

প্রথম বন্ধু : হুমম! বিশ্বাস না হলে তুই বিমান চালানোর সময় পাখাটা বন্ধ করে দিয়ে দেখিস, পাইলট কেমন ঘামতে থাকে!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

কৌতুক- দুই : তোর বাবার কোলে বসবো?

ছোট্ট পিল্টু খুব বুদ্ধিমান, নারীদের সম্মান করতে পিছপা হয় না। একদিন বাসে এক মহিলা দাঁড়িয়ে ছিল! তো পিল্টু বলে উঠল-

বিজ্ঞাপন

পিল্টু : আন্টি আমি উঠে যাই, আপনি আমার জায়গায় বসে যান।

এ কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা বল্টুকে ধমক দিয়ে এক চড় দিলো! পিল্টু বলল-

পিল্টু : আন্টি, চড় মারলেন কেন?

বিজ্ঞাপন

মহিলা : আমি কি তোর বাবার কোলে বসবো?

****

কৌতুক- তিন : তোর চুলকানি আছে

বিজ্ঞাপন

নিজের ভাগ্য জানতে মেরিনা গেল জ্যোতিষীর আস্তানায়-

মেরিনা : ক’দিন হলো ডানহাতটা খুব চুলকাচ্ছে। কিসের লক্ষণ বলুন তো?

জ্যোতিষী : হুম! কোটিপতির সাথে তোর বিয়ে হবে।

বিজ্ঞাপন

মেরিনা : বামহাতের তালুও চুলকায়।

জ্যোতিষী : বলিস কী? তোর তো বিদেশযাত্রা শুভ!

মেরিনা : আমার ডান পা-টাও কিন্তু একটু একটু চুলকাচ্ছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

জ্যোতিষী : দূর হ বেটি, তোর চুলকানি আছে। জলদি ডাক্তার দেখা।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।