আজকের কৌতুক : আম নিয়ে যতো কাণ্ড!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ এএম, ০৫ জুন ২০১৮

কৌতুক- এক : পচা আম দুই কেজি

মাতাল : দোকানে যতো পচা আম আছে, সব প্যাক করুন।

বিজ্ঞাপন

দোকানদার : সে কী! এতো পচা আম নিয়ে করবেনটা কি!

মাতাল : আপনি সব পচা আম প্যাক করবেন, নাকি অন্য দোকানে যাব?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দোকানদার : সরি, এখনি রেডি করছি। এই নিন, সব পচা আম মিলিয়ে দুই কেজি হয়েছে।

মাতাল : এবার ওই আমগুলো সাইডে রেখে আমাকে বাকি আমগুলো থেকে এক কেজি আম প্যাক করে দিন।

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কৌতুক- দুই : বস্তায় আমার আম আছে

রফিক প্রতিদিন বাসে উঠে দেখে প্রতিবন্ধী সিটে কেউ না কেউ বসে আছে। সেদিন দেখে প্রতিবন্ধী সিটে একটি বস্তা বসানো আছে। সবাই ভাবছে কেউ হয়তো সিট রেখে দিয়েছে। সবাই দাঁড়িয়ে আছে।

৫-৬টা স্টপেজ যাওয়ার পর বাসে খুব ভিড়। সবাই খুব চেঁচাচ্ছে- কার বস্তা, হটান সিট থেকে। একজন পাশে দাঁড়িয়ে থাকা লোক বলে উঠলো-

বিজ্ঞাপন

লোক : আমার।

একজন : আপনি নিজে দাঁড়িয়ে থেকে বস্তাটা সিটে রেখেছেন কেন?

লোক : সিটটা প্রতিবন্ধীর জন্য। আর বস্তায় আমার আম আছে। আমগুলো ল্যাংড়া।

বিজ্ঞাপন

****

কৌতুক- তিন : আমের পতন

শ্রেণিকক্ষে ছাত্রকে জিজ্ঞাসা করছে শিক্ষক-

বিজ্ঞাপন

শিক্ষক : বলো তো হাবলু, আম বা যে কোনো ফল উপরের দিকে না গিয়ে নিচে পড়ে কেন?

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

হাবলু : উপরে খাওয়ার লোক নেই তাই।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।