আজকের জোকস : সুন্দরীর পায়ে উল্কি আঁকতে গিয়ে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১০ এএম, ২০ আগস্ট ২০১৯

সুন্দরীর পায়ে উল্কি আঁকতে গিয়ে
সুন্দরী এক মেয়ে এক তরুণ উল্কি আঁকিয়ের কাছে গেল পায়ে উল্কি আঁকাতে। তরুণটি আঁকতে শুরু করল। শুরু করার একটু পরপর বলতে লাগল, ‘স্কার্টটা আরেকটু উপরে উঠান।’

বারবার স্কার্ট উঠাতে উঠাতে বিরক্ত হলো তরুণী। সে জানতে চাইল, ‘আপনি কী আঁকছেন পায়ে?’ তরুণ উত্তর দিলো, ‘জিরাফ।’

বিজ্ঞাপন

****

ডাক্তার কোথায় ইঞ্জেকশন দিয়েছিল?
এক মেয়ে হাসপাতাল থেকে ফিরে প্রেমিককে বলছে-
মেয়ে: দেখবে, কাল ডাক্তার আমাকে কোথায় ইঞ্জেকশনটা দিয়েছিল?
প্রেমিক: অবশ্যই! কোথায়?
মেয়ে: ওই যে, ওই হাসপাতালটায়।
প্রেমিক: ধ্যাত, আমি ভাবলাম...
মেয়ে: ছি, খাচ্চর কোথাকার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মানুষ নাক দিয়ে ভাত খায়
বাংলাদেশি, জাপানি এবং ভারতীয় কফি শপের টেবিলে বসে-
জাপানি: জানিস, আমার দেশে প্লেন আকাশ দিয়ে উড়ে যায়!
ভারতীয়: আকাশ দিয়ে!
জাপানি: ঠিক আকাশ দিয়ে না, আকাশের একটু নিচ দিয়ে।
ভারতীয়: আমার দেশে জাহাজ পানির নিচ দিয়ে যায়।
বাংলাদেশি: তাই?
ভারতীয়: ঠিক পানির নিচ দিয়ে না, পানির একটু উপর দিয়ে।
বাংলাদেশি: আমার দেশের মানুষ নাক দিয়ে ভাত খায়।
ভারতীয়: তাই?
বাংলাদেশি: ঠিক নাক দিয়ে না, নাকের একটু নিচ দিয়ে।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।