আইনস্টাইনের মজার ঘটনা: তত্ত্বের সহজ ব্যাখ্যা

বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছিলেন খুবই রসিক মানুষ। একটু ভুলোমনা তবে সব সময় কথার মজা করতে ভালোবাসতেন।
একবার আইনস্টাইন তার জটিল আপেক্ষিকতার তত্ত্বের একটি সহজ ব্যাখ্যা দিয়েছিলেন ঠিক এইভাবে,যখন তুমি একজন সুন্দরী নারীর পাশে বসে থাকো তখন দু’ঘণ্টাকে মনে হয় দু’ মিনিট; আর যখন তুমি দু’ মিনিট গরম চুলার পাশে বসে থাকো তখন দু’মিনিটকে মনে হয় দু ঘণ্টা। এটাই হল আপেক্ষিকতাবাদ।
অন্যদিকে রেডিও সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, তুমি টেলিগ্রাফের তার দেখেছ। মনে করো, এটা লম্বা, অনেক লম্বা একটা বিড়াল। তুমি নিউইয়র্কে বসে এর লেজে টান দেবে, ওদিকে লস এঞ্জেলেসে এর মাথা মিউ মিউ করে উঠবে। ব্যাপারটা বুঝতে পারছ? বেতার ঠিক এভাবেই কাজ করে। তুমি এদিকে ইশারা দাও, ওদিকে সাড়া পড়ে। পার্থক্য হলো এই বেতারের ক্ষেত্রে বিড়াল বলে কিছু উপস্থিত নেই।
লেখা: সংগৃহীত
ছবি: সংগৃহীত
প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।
কেএসকে/এএসএম