আজকের কৌতুক: খারাপ খবর দেওয়ার উপযুক্ত সময়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪০ এএম, ১৭ জুলাই ২০২২

খারাপ খবর দিতে হয় সময়মতো
ডাক্তার তার রোগীকে ফোনে বললেন—
ডাক্তার: আপনার জন্য একটা খারাপ আরেকটা খুব খারাপ খবর আছে।
রোগী: খারাপ খবরটাই আগে বলুন।
ডাক্তার: মেডিক্যাল টেস্টে জানা গেছে, আপনার আয়ু চব্বিশ ঘণ্টা।
রোগী: এটা খারাপ খবর হলে আরও খারাপ খবরটা কী?
ডাক্তার: আমি গতকাল থেকে ফোনে আপনাকে ট্রাই করে যাচ্ছি খবরটা দেওয়ার জন্য।

****

রচনা প্রতিযোগিতা
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের রচনা লিখতে বলছেন শিক্ষক—
শিক্ষক: বাতাস, নদী এবং পানি- এ তিনটির যে কোনো একটি বিষয়ের ওপর ২০ লাইন রচনা লেখ।
শিক্ষার্থী: কী বলছেন স্যার! আমি তো কাগজের ওপর ছাড়া অন্য কিছুর ওপর লিখতে পারি না।

****

দাদার বিয়ে
কর্মচারী: স্যার, একটা দিন ছুটি চাই।
বস: কেন? আবার কী?
কর্মচারী: স্যার, আমার দাদা।
বস: আবার দাদা? গত তিন মাসে তুমি চারবার দাদির মৃত্যুর কথা বলে ছুটি নিয়েছ।
কর্মচারী: স্যার, এবার আমার দাদার বিয়ে।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।