আজকের জোকস: ডাক্তারের প্রতিশোধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৬ ডিসেম্বর ২০২২

ডাক্তারের প্রতিশোধ
ডা. হরিপদ একজন দাঁতের চিকিৎসক। এক সন্ধ্যায় দেখা গেল চেম্বারের বাইরে দাঁড়িয়ে আনন্দে লাফাচ্ছেন তিনি।
ছুটে এলো হরিপদের ব্যক্তিগত সহকারী, ‘স্যার, কোনো সমস্যা?’
হরিপদ: সমস্যা হলে কি আমি আনন্দে নাচি বেকুব?
সহকারী: সেটাই তো বলছি স্যার, ভেতরে রোগী বসিয়ে রেখে আপনি বাইরে দাঁড়িয়ে নাচানাচি করছেন কেন?
হরিপদ: ভেতরে যে রোগী বসে আছে, সে কে জানো?
সহকারী: না তো! কে স্যার?
হরিপদ: একজন পুলিশ সার্জেন্ট, যে গতকাল দ্রুত গাড়ি চালানোর অপরাধে আমার ৬০০ টাকা জরিমানা করেছে। আজকে তাকে পেয়েছি!

****

সস্তার তিন অবস্থা
এক লোক বিবাহ বিচ্ছেদ করতে উকিলের কাছে গেল। উকিল মামলার জন্য দশ হাজার টাকা দাবি করলেন—
লোকটি বললো: বিয়ের সময় পুরোহিত নিয়েছিল মাত্র একশ টাকা। এখন দেখছি সস্তার তিন অবস্থা!

****

কৃপণের দান
ভীষণ কৃপণ বলে পরিচিত এক লোকের কাছে গিয়ে কিছু দান করতে বললো অনাথ আশ্রমের দু’জন লোক—
লোকটি বললো: আচ্ছা যান, আগামীকাল আমি পাঠিয়ে দেব।
পরদিন লোকটি রাস্তা থেকে ধরে এনে কয়েকটা অনাথ বালককে আশ্রমে পাঠিয়ে দিল।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।