আজকের কৌতুক: ছেলের বুদ্ধি দেখে বাবা অবাক

ছেলের বুদ্ধি দেখে বাবা অবাক
বাচ্চা: বাবা আমাদের নতুন প্রতিবেশী খুব গরিব?
বাবা: তুমি জানলে কীভাবে?
বাচ্চা: ওদের ছেলে এক টাকার কয়েন গিলে ফেলেছে, কাঁদতে কাঁদতে মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে!
****
স্ত্রীর নিশানা একদম ঠিক
স্বামী: জজ সাহেব, আমি আমার স্ত্রীর কাছে ডিভোর্স চাই, সে বাসন ছুড়ে মারে।
জজ: সবে বাসন ছুড়ে মারতে শুরু করেছেন নাকি আগেও মারতেন।
স্বামী: আগে থেকেই
বিচারক: তাহলে এত বছর পর ডিভোর্স কেন?
স্বামী: কারণ এখন তার নিশানা একদম ঠিক জায়গায় লাগছে।
****
স্ত্রীর রূপের আগুন
স্বামী: আজকে এই রুটিগুলো কীভাবে পুড়িয়েছে?
স্ত্রী: কারণ আমি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছি।
স্বামী: তোমার সুন্দর হওয়ার সঙ্গে পোড়া রুটির কী সম্পর্ক?
স্ত্রী: আমার সৌন্দর্য দেখে রুটিও জ্বলতে শুরু করেছে।
কেএসকে/জেআইএম