আজকের জোকস: স্ত্রীর নাম ভুলে গেলেন স্বামী!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ৩০ মে ২০২৫

স্ত্রীর নাম ভুলে গেলেন স্বামী!
স্ত্রী: জানো, বিয়ের পর তুমি আমার নামও মনে রাখো না!
স্বামী: আরে না না, মনে থাকে তো!
স্ত্রী: তাহলে বলো দেখি আমার নাম কী?
স্বামী (আতঙ্কে): এখন যেটা আছে, সেটাই তো ঠিক আছে! বদলাতে হবে নাকি?

****

প্রেমে নাকি পড়াশোনা
বন্ধু: তুই কবে প্রেমে পড়লি?
ছাত্র: যখন পড়াশোনায় পড়তে ইচ্ছা করত না।
বন্ধু: তাই বলে প্রেম?
ছাত্র: হ্যাঁ, প্রেমে পড়লে কেউ প্রশ্ন করে না-‘তুই কতো ঘণ্টা পড়িস?’

****

প্রেমিক যখন ডাক্তার হয়ে যায়
প্রেমিকা: আমি অসুস্থ, তুমি ডাক্তার না হয়ে কী করো?
প্রেমিক: আমি হৃদয়ের ডাক্তার-তোমার প্রেম রোগ সারাতে এসেছি!
প্রেমিকা: তাহলে স্টেথো কই?
প্রেমিক: তোমার চোখেই তো হৃদস্পন্দন শুনি!

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।