আজকের কৌতুক: ছুটির দিন স্বামীরা শান্তিতে কাটাবেন যেভাবে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৩ মে ২০২৫

ছুটির দিন স্বামীরা শান্তিতে কাটাবেন যেভাবে
এক সকালে জলিল সাহেব তার স্ত্রীকে বলছেন—
জলিল সাহেব: আজকে ছুটির দিন। সপ্তাহের এই দিনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই। তাই তিনটা সিনেমার টিকিট কেটে আনলাম।

খুশিতে গদগদ হয়ে বললেন জলিলের স্ত্রী বললেন—
স্ত্রী: সে তো ভালো কথা। কিন্তু টিকিট তিনটা কেন গো? তুমি-আমি আর কে যাবে?
জলিল সাহেব: তুমি-আমি না। তুমি আর বাচ্চারা যাবে। আমি বাসায় থাকব। ঘরে শান্তি বজায় থাকবে। তাতে সংসারও সুখের হবে।

****

কোন প্রাণী সবচেয়ে দ্রুত লম্বা হয়?
শিক্ষক: পৃথিবীর মধ্যে কোন জিনিস সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে বল তো?
ছাত্র: ভাল্লুক, স্যার।
শিক্ষক: কেন?
ছাত্র: আমার বাবা একটা ভাল্লুক শিকার করেছিলেন। তিনি যখনই কারও কাছে শিকারের গল্প করেছেন প্রতিবারেই সেই ভল্লুকের আয়তন দু’ইঞ্চি করে বেড়ে যাচ্ছে।

****

শিক্ষকের বয়স বের করার উপায়
গণিতের শিক্ষক ছাত্রদের ক্লাস নিচ্ছেন। তিনি বল্টুকে জিজ্ঞাসা করলেন—
শিক্ষক: বল্টু বল তো, একটি ট্রেন ঘণ্টায় ৭০ মাইল যায়, তাহলে আমার বয়স কত?
বল্টু: এটা কোনো প্রশ্ন হলো নাকি?
পলি: স্যার, আমি পারবো।
শিক্ষক: তাহলে বল তো দেখি?
পলি: আপনার বয়স চল্লিশ।
শিক্ষক: হ্যাঁ, কী করে বুঝলি?
পলি: আমাদের পাড়ায় একজন আধা পাগল আছে, তার বয়স বিশ। আর আপনি পুরা পাগল, তাই আপনার বয়স চল্লিশ।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।