আজকের কৌতুক: শীতের সকালে স্বামীর অভিমান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

শীতের সকালে স্বামীর অভিমান
শীতের সকাল, স্ত্রী গোসল করে বের হতেই স্বামীর সামনে পড়লো। স্বামীও তখন গোসলে যাচ্ছিলো। স্ত্রীকে বাথরুম থেকে বের হতে দেখে স্বামী তার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে।
স্ত্রী খুব রোমান্টিক মুডে বললো—
স্ত্রী: কী দেখছো অমন করে?
স্বামী: দেখতেছি আমার গোসলের জন্য রাখা গরম পানিটুকু শেষ কইরা আইলা তুমি!

****

বিজ্ঞাপন

মেয়েদের বয়স জানার উপায়
বাসে খালি সিটে বসা নিয়ে দুই নারী ঝগড়া করছিল। কন্ডাক্টর কোনো যুক্তিতেই তাদের দমাতে পারছিল না। শেষে একটা সহজ বুদ্ধি এলো তার মাথায়-
কন্ডাক্টর: দুই আপারেই কইতাছি, আপনাগোর মধ্যে যিনি বয়সে বড় তিনি বসে যাবেন সিটে!

এ কথার পর হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ঝগড়া বন্ধ! দুই নারীর কেউই আর বসলেন না সিটে। মুখে কথা নেই, সারা রাস্তা তারা দাঁড়িয়ে পার করলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

শালি ছাড়া বিয়ে করবে না ছেলে
ছেলের বিয়ের কথাবার্তা চলছে। হঠাৎ ছেলে বাবার কাছে আবদার করলো—
ছেলে: বাবা, একটা কথা।
বাবা: কী কথা?
ছেলে: আমি শালি ছাড়া বিয়ে করবো না।
বাবা: কেন?
ছেলে: কারণ আমার বন্ধুদেরও হক আছে।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।