জেড ফোর্সের ইফতার মাহফিল সন্ধ্যায়


প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৬ জুলাই ২০১৫

জেড ফোর্স জাতীয় নির্বাহী কমিটির উদ্যোগে ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হবে। জেড ফোর্স এর প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান জনাব আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি থাকবেন জাগপা সভাপতি জনাব শফিউল আলম প্রধান এবং সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেড ফোর্স জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব জাহাঙ্গীর শিকদার।

বিজ্ঞপ্তিতে জেড ফোর্স এর সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এমএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।