ফুলছড়িতে ইয়াবাসহ যুবক আটক
গাইবান্ধার ফুলছড়িতে এক হাজার ৪৮০ পিস ইয়াবাসহ ছালাম শিকদার (২৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৩।
শনিবার দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক নাঈমুল হাছান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ছালাম শিকদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন খবর পেয়ে দুপুরে অভিযান চালিয়ে রসুলপুর গ্রামের ইটভাটা সড়ক থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ৮ লাখ টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক ছালাম ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
অমিত দাশ/এফএ/এমএএস