গাজীপুরে আনসার-ভিডিপির সমাবেশে প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৮:৪০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল বাহিনী হিসেবে বাংলাদেশ আনসার বাহিনীর গুরুত্ব অপরিসীম। ২০১৪ সালে বিএনপি জামায়াতের তাণ্ডবের সময় এ বাহিনীর সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সে সময় অপারেশন রেলরক্ষা দায়িত্ব পালন করে এ বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্রধানমন্ত্রী গাজীপুরের সফিপুরের আনাসার ভিডিপি একাডেমিতে আনসার বাহিনীর সমাবেশের প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ সময় তিনি গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাহিনীর বেশ কিছু সদস্যদের পদক পরিয়ে দেন। মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর সদস্যদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি এ বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ আনসারের পদস্থ কর্মকর্তাসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট ড. সাইফুর রহমান জানান, সমাবেশে প্রাধানমন্ত্রী সেবা ও সাহসিকতা ক্যাটাগরিতে ৭৯ জনকে বাংলাদেশ আনসার পদক ও রাষ্ট্রপতি আনসার পদক এবং বাংলাদেশ ভিডিপি পদক ও রাষ্ট্রপতি ভিডিপি পদক প্রদান করেন।

উল্লেখ্য, সারাদেশে ১৮ হাজার ব্যাটালিয়ন আনসার, ৩ লাখ সাধারণ আনসার, তাদের মধ্যে ৪৫ হাজার অঙ্গীভূত এবং ৫৯ লাখ গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য রয়েছে। এবারের কুচকাওয়াজে ৬ শতাধিক আনসার ভিডিপি অংশ নেন। এছাড়াও কুটিরশিল্প প্রদর্শনী, গ্যালারি ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দরবারসহ বিভিন্ন পর্বে আড়াই হাজার আনসার ও ভিডিপি সদস্যরা যোগদান করেন।            

আমিনুল ইসলাম/এফএ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।