রাশিয়া বিশ্বকাপের মাসকটের সংক্ষিপ্ত নাম


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

এখনো দুই বছরেরও বেশি সময় বাকি ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের। তবে এর মধ্যেই বিশ্বকাপের মাসকট এর নাম নির্ধারণ করার কাজ  শুরু করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার ক্রীড়ামন্ত্রী বৃহস্পতিবার ২০১৮ বিশ্বকাপের মাসকটের সংক্ষিপ্ত তিনটি নামও প্রকাশ করেছেন। নাম তিনটি হল- বাঘ, নেকড়ে ও বিড়াল। রাশিয়ার জনগণ এই তিনটি থেকে যেকোনো একটিকে ভোটাভুটির মাধ্যমে মাসকট হিসেবে বাছাই করার সুযোগ পাবে।

বৃহস্পতিবার ২০১৮ বিশ্বকাপের অন্যতম আয়োজক অ্যালেক্সি সোরোকিন বলেন, আমরা অনেক আনন্দিত যে, অসংখ্য মানুষ মাসকট বাছাইয়ে ভোটাভুটিতে অংশ নিচ্ছেন।  

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ১৪ জুন শুরু হয়ে ১৫ জুলাই শেষ হবে। রাশিয়ার ১১টি শহরে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে অন্যতম হলো মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কাজান, সোচি, সামারা, নিজনি নোভগোরোদ, কেলিনিনগ্রাডি, রোস্টোভ অন-ডোন।

উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলে মাসকট এর ব্যবহার প্রথম শুরু হয় ১৯৬৬ সালে, ইংল্যান্ড বিশ্বকাপ দিয়ে। মাসকট মূলত আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির মিশেলে এমন একটা প্রতিকৃতি যা ঐ বিশকাপকে রিপ্রেজেন্ট করে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।