হিজলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালের হিজলা উপজেলার ইন্দুরিয়া এলাকায় যৌতুকের দাবিতে কুলসুম বেগম (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

এঘটনায় শুক্রবার রাত পৌনে ১২টার দিকে নিহত কুলসুমের পিতা ফারুক ফকির বাদী হয়ে হিজলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কুলসুমের স্বামী ইউসুফ সিকদার ও শ্বশুড় হারুন সিকদারসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার জানান, চার বছর আগে উপজেলার মেমানিয়া এলাকার ফারুক ফকিরের মেয়ে কুলসুমের সাথে পাশ্ববর্তী হারুন সিকদারের ছেলে ইউসুফ সিকদারের বিয়ে হয়। বিয়ের দু’বছরের মাথায় কুলসুম ইউসুফ দম্পতির একটি ছেলে সন্তান হয়।

তবে বিয়ের পর থেকেই দু’লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী ইউসুফ, শ্বশুড় হারুনসহ স্বজনরা কুলসুমের উপর নির্যাতন করতেন। এরই জের ধরে শুক্রবার সকালে পুনরায় যৌতুকের দু’লাখ টাকা এনে দিতে বলে কুলসুমকে। কুলসুম টাকা এনে দিতে অস্বীকার করলে তাকে মারধর শুরু করে স্বামী ইউসুফ, শ্বশুড় হারুনসহ তাদের স্বজনরা। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় আসামিরা।

তিনি আরো জানান, কুলসুমের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সাইফ আমীন/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।