চাঁদপুরে বিপুল পরিমাণ জাটকা ও কারেন্ট জাল জব্দ
চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উলাহ বিএন।
এসময় যাত্রীবাহী লঞ্চ ‘‘এমভি বন্ধন-৭, কোকো-১ এবং ফারহান-৫ থেকে ২৮০ কেজি জাটকা ও ১ লাখ ২৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
একই সময় ‘এমভি ফারহান-৫ থেকে ১০ কেজি হরিণের মাংস এবং ২২টি বিরল প্রজাতির পাখি জব্দ করা হয়। হরিণের মাংস ও পাখিগুলো চাদঁপুর জেলা নির্বাহী মেজিস্ট্রেট ও ফরেস্ট অফিসারের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বিএন জাগো নিউজকে বলেন, নৌ পথে অবৈধ মালামাল পাচাররোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
ইকরাম চৌধুরী/এসকেডি