২০১৮ সালের মধ্যে ৯০ শতাংশ গ্রামে বিদ্যুৎ দেয়া হবে


প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

আগামী ইরি-বোরো মৌসুমে বিদ্যুতের কোনো সমস্যা হবে না জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ভিশন-২০২১ বাস্তবায়নে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার যে প্রতিশ্রুতি রয়েছে তা ২০১৮ সালের মধ্যে দেশের ৯০ শতাংশ গ্রামে পৌঁছে দেয়া হবে।
 
শনিবার বিকেলে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে উপজেলার ৫ হাজার ৩৮৯টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাস মহামূল্যবান সম্পদ। আবাসিক খাতে পাইপ লাইনে গ্যাস সংযোগ দেয়া হবে না। হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প কারখানায় গ্যাস ব্যবহার করা হবে। অধিক প্রয়োজনে আবাসিক খাতে ভুর্তুকি মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করা হবে।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।
 
এর আগে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সিংড়া পৌর ডিজিটাল সেন্টার ও অনলাইনে বিদ্যুৎ প্রদানের উদ্বোধন করেন।

রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।