তালিকা প্রস্তুত না করেই বিভিন্ন পর্যায়ের ইউপি নির্বাচনের ঘোষণা


প্রকাশিত: ০২:৩৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই ছয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে। কিন্তু সবগুলো ইউপির তালিকাই এখন পর্যন্ত প্রস্তুত করতে পারেনি ইসি। শুধুমাত্র প্রথম ধাপে ৭৫২ ইউপির তালিকা করতে পেরেছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২২ মার্চ। এরপর পর্যায়ক্রমে ৪ হাজার ২৭৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু রোববার পর্যন্ত বাকিগুলোর তালিকা চূড়ান্ত করতে পারেনি ইসি।

এছাড়া পর্যাপ্ত প্রস্তুতি না নিয়েই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। এমন গুরুত্বপূর্ণ নির্বাচনে ইসি সবসময় আড়ম্বরপূর্ণ সংবাদ সম্মেলনে করে তফসিল ঘোষণা করলেও এবারই প্রথম দায়সারাভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। প্রথমবারের মতো চেয়ারম্যান পদে দলভিত্তিক এ নির্বাচনের তফসিল ঘোষণার দিন নির্বাচনের ভোটার, ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও রিটার্নিং অফিসার নিয়োগসহ কোনো তথ্যই জানাতে পারেনি ইসি। ফলে তফসিল ঘোষণা হয়ে গেলেও এই নির্বাচনের জন্য ইসি কতটুকু প্রস্তুত তা নিয়ে প্রশ্ন উঠেছে।  

তালিকা প্রস্তুত না হওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম রোববার জাগো নিউজকে বলেন, চলতি সপ্তাহের মধ্যেই সবগুলো ইউপির তালিকা পেয়ে যাবো। এখনও মাঠ পর্যায়ের কর্মকর্তারা তালিকা পাঠাননি। আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। এজন্য নির্বাচনের কোনো সমস্যা হবে না।

দেশের নবম ইউনিয়ন পরিষদের এ নির্বাচনের তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন গাজীপুরের সফিপুরে। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ইসি ভোটের জন্য ছয়টি দিন চূড়ান্ত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্বাচন কর্মকর্তা বলেন, সব সময় দেখে এসেছি বড় নির্বাচনের তফসিল সিইসি দেন, না দেওয়ার নজির নেই। তফসিলের আগে দলভিত্তিক ইউপি নির্বাচনের বিষয়ে বুধবার নির্বাচন বিধিমালা ও আচরণবিধি জারি করে ইসি সচিবালয়।

প্রসঙ্গত, প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ। এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপির এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পরীক্ষার ফাঁকে ফাঁকে এই তারিখ ঠিক করা হয়েছে। প্রথম দফার তফসিল কমিশন ঠিক করেছে। বাকিগুলো স্থানীয় পর্যায়ে ঘোষণা করা হবে।

এইচএস/এনএফ/এআরস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।