১৩ ইউপির নির্বাচন স্থগিত
তফসিল ঘোষণার পর ১৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ( ইসি)। আগামী ২২ মার্চ প্রথম ধাপে ওইসব ইউপিতে নির্বাচন হবে না। বৃহস্পতিবার ৭৫২ ইউপির তফসিল ঘোষণা করলেও সেখান থেকে ১৩টি ইউপিতে সেদিন ভোটগ্রহণ করতে পারছে না ইসি।
এ বিষয়ে রোববার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইসির সহকারী সচিব মো. আশফাকুর রহমান। যে ১৩ ইউপিতে ২২ মার্চ নির্বাচন হচ্ছে না সেগুলো হলো পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের আলিমাবাদ, চর এক্করিয়া, লতা, গোবিন্দপুর, আন্দারমানিক, বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানাপুর ইউনিয়ন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস, নাগদহ ইউনিয়ন এবং ভোলা জেলার দৌলতখান উপজেলারে সৈয়দপুর ইউনিয়ন এবং লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন।
তফসিল দিয়েও এসব ইউপিতে কেন নির্বাচন করা হচ্ছে না জানতে চাইলে আশফাকুর রহমান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদের কাছে যে তালিকা দেয়া হয়েছে তাতে কিছু ভুল ছিল যে কারণে মেয়াদ উত্তীর্ণ হয়নি এমন কিছু ইউপির তফসিল ঘোষণা করা হয়েছে। এরই সঙ্গে কিছু ইউপিতে সীমানা সংক্রান্ত জটিলতা রয়েছে যে কারণে এই ১৩ ইউপিতে আগামী ২২ মার্চ নির্বাচন করা সম্ভব হচ্ছে না।
ইসি সূত্র আরো জানায়, এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকার সিনিয়র/জেলা নির্বাচন কর্মকর্তাদের ইসির এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে।
এইচএস/বিএ