ঝিনাইদহে ১৬৯টি স্কুলে নেই শহীদ মিনার


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

নিজ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকার কারণে মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনে সমস্যায় পড়তে হচ্ছে ঝিনাইদহের ১৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। সরকারি তহবিলের অভাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়নি শহীদ মিনার। ফলে ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও এর গুরুত্ব সর্ম্পকে ধারণা থেকে বঞ্চিত হচ্ছে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই সরকারিভাবে শহীদ মিনার নির্মাণ করার নির্দেশ থাকলেও ৬টি উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি মোট ৪৭২টি স্কুল, কলেজ ও মাদরাসা রয়েছে যার মধ্যে ১৬৯টিতেই শহীদ মিনার নেই।

ঝিনাইদহ সদর উপজেলার ১১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪০টিতে, মহেশপুর উপজেলার ৮১টির মধ্যে ২০টিতে, কোটচাঁদপুর উপজেলায় ৪১টির মধ্যে ১৪টিতে, কালীগঞ্জ উপজেলায় ৮৩টির মধ্যে ৪০টিতে, হরিণাকুণ্ড উপজেলার ৬২টির মধ্যে ২০টিতে এবং শৈলকুপা উপজেলায় ৮৮টির মধ্যে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই। ১১২টি মাদরাসার মধ্যে শুধু ২২টি মাদরাসায় শহীদ মিনার আছে।

Lawdia-Madrasa
স্কুলগুলোর শিক্ষার্থীরা জানায়, সঠিকভাবে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে সমস্যা হচ্ছে। অনেক দূরের স্কুলে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে হচ্ছে।

প্রধান শিক্ষকরা জানান, ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষ দিবসের ইতিহাস ও গুরুত্ব সর্ম্পকে ধারণা নেয়া থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সব শিক্ষা প্রতিষ্ঠানেই শহীদ মিনার স্থাপন করা জরুরি।

ঝিনাইদহ জেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন জানান, এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। সরকারের এটি একটি চলমান প্রক্রিয়া। যে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেকল প্রতিষ্ঠানে যত দ্রুত সম্ভব শহীদ মিনার নির্মাণ করা হবে।

এফএ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।