মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জাবিসাসের


প্রকাশিত: ১০:২৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

ইংরেজী দৈনিক ‘ডেইলি স্টার’ এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে লাগাতার মামলা ও সমন জারির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

বৃহস্পতিবার সংগঠনের সভাপতি বেলাল হোসাইন রাহাত ও সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা ও উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, মাহফুজ আনাম সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে সংবাদ প্রকাশের ব্যাপারে ভুল স্বীকার করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এ ঘটনায় তাকে সাধুবাদ জানানোর পরিবর্তে বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।  যা গণমাধ্যমের স্বাধীনতাকে কণ্ঠরোধ ও স্বাধীন সাংবাদিকতার  ক্ষেত্রে ভীতি প্রদর্শনের শামিল।  

বিবৃতিতে তারা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মনে করে, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য এমন শীর্ষস্থানীয় সম্পাদকের বিরুদ্ধে এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা অব্যাহত রেখেছে। যা স্বাধীন গণমাধ্যমের জন্য অন্তরায়।

অবিলম্বে মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।  

হাফিজুর রহমান/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।