সাইবার হুমকি মোকাবেলায় প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র : ওবামা
সাইবার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার তার দুই উপদেষ্টার সঙ্গে ওভাল অফিসে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বারাক ওবামা জানান, সাইবার হুমকি মোকাবেলায় যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তার জন্য যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি প্রস্তুত নয়। এছাড়া এ খাতে উন্নয়নের জন্য আরো সময়ের প্রয়োজন আছে। চলতি বছরের শেষের দিকে সাইবার নিরাপত্তার উন্নয়নে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেবে ওবামা প্রশাসন।
সাইবার ক্ষেত্রে মার্কিন নিরাপত্তা নিয়ে শংকা থাকলেও, সাইবার আক্রমণে দেশটি অন্যান্য দেশের চেয়ে এগিয়ে রয়েছে। সম্প্রতি ইরানে বিস্তৃত পরিসরের সাইবার আক্রমণের পরিকল্পনা করে রেখেছিল যুক্তরাষ্ট্র।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কুটনৈতিক পরমাণু চুক্তি চলছিল তা কোনো কারণে ব্যর্থ হলে ওই সাইবার হামলা চালানো হত। পেন্টাগন ইরানে এইড সাইবার আক্রমণের এই পরিকল্পনা নিয়েছিল।
এসআইএস/পিআর