খুলনা মহানগর বিএনপির সম্মেলন ৫ মার্চ
খুলনা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তারিখ পরিবর্তন করে ২ মার্চের পরিবর্তে ৫ মার্চ (শনিবার) নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এ সম্মেলনের তারিখ নির্ধারিত করা হয়েছে বলে মহানগর বিএনপির সমন্বয় সভায় জানানো হয়েছে।
সম্মেলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ১২টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে খানজাহান আলী থানা বিএনপির পূর্ব নির্ধারিত সম্মেলনের তারিখ ও ২৩ ফেব্রুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি পুনঃনির্ধারণ করা হয়। এসময় সম্মেলনকে সফল করতে নতুন আরো চারটি উপ-কমিটি গঠন করা হয়।
মহানগর বিএনপি ও পাঁচ থানার কাউন্সিল সফল করতে ইতিপূর্বে গঠিত নির্বাচন কমিশনের অধীনে মহানগর বিএনপির সম্পাদক ও সহ-সম্পাদকদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। এছাড়া সভা থেকে ক্ষুদ্র ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ ভুলে, সব মতভেদ, মতদ্বৈততাকে পেছনে ফেলে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে আরো শক্তিশালী করার এবং আগামী দিনের কঠোর আন্দোলনের উপযোগী একটি সংগঠনে পরিণত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম মেঝো ভাই, স ম আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, ফখরুল আলম প্রমুখ।
আলমগীর হান্নান/এফএ/এআরএ/পিআর