কোটি টাকায় বিক্রি হচ্ছে ইউপি চেয়ারম্যানের পদ
দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। আর এ নির্বাচনকে সামনে রেখে সরকার ৩০ লাখ থেকে ১ কোটি টাকায় ইউপি চেয়ারম্যানের পদ বিক্রি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার কর’ শীর্ষক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “জাতীয় সংসদ নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচন যেমন হয়েছে ঠিক তেমনিই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। সরকার তাদের প্রার্থীদের বলছে, কাউকে ভোট দিতে হবে না। আপনারা ৩০ থেকে ১ কোটি টাকা দিন, তাহলেই আপনারা চেয়ারম্যান হবেন।”
খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে তিনি বলেন, “সরকার চাচ্ছে বেগম জিয়াকে আটক করতে। কিন্তু খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে দেশে জঙ্গিবাদের উত্থান হবে। আর তখন বাংলাদেশ আফগানিস্তান ও ইরাকের মত অবস্থা হবে।”
বিএনপির এ নেতা বলেন, যে ব্যক্তির স্বামী এই দেশকে নেতৃত্ব দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করলো, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিচ্ছে। যারা মুক্তিযুদ্ধের ধারের কাছে যাইনি, যারা পাকিস্তানিদের নিকট থেকে ভাতা খেয়েছেন তারা মামলা করছে, এটা দুঃখজনক।
ক্ষমতাসীনরা বিএনপিকে পাকিস্তানপন্থি রাজনৈতিক দল হিসাবে চিহ্নিত করার ষড়যন্ত্র করছে মন্তব্য করে সাবেক এ পানি সম্পদমন্ত্রী বলেন, দেশের মানুষ এক দুঃসহ সময় অতিক্রম করছে। একদল অনির্বাচিত কর্তৃত্ববাদী দুর্বৃত্ত জনগণের উপর চেপে বসেছে। কাউন্সিলের পর রাজপথে থেমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতিক, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এমএম/আরএস/পিআর