প্রথম প্রহরেই শ্রদ্ধা জানাবেন খালেদা


প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরেই শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন তিনি। তবে কার পরে তিনি শ্রদ্ধা জানাবেন সে বিষয়টির এখনো সুরাহা হয়নি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে চান।

এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে ঘণ্টাব্যাপি বৈঠক করেন বিএনপির দুই নেতা।

তারা হলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান এবং সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। তবে ওই বৈঠকে বিষয়টির সুরাহা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রধান ও ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বিএনপির নেতারা এসেছিলেন। কথা হয়েছে। শহীদ মিনারে বিএনপির চেয়ারপারসনের শ্রদ্ধা জানানো নিয়ে তারা যা বলতে চেয়েছেন সেটি আমরা ভেবে দেখছি।’

এদিকে, শুক্রবার ‍দুপুরে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।

এছাড়া ২১ ফেব্রুয়ারি (রোববার) সকাল ৬টায় কালো ব্যাজ সহকারে নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা ও শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এদিকে শহীদ মিনারে চেয়ারপারসনের যাতায়াত নির্বিঘ্ন করতে ডিএমপি ও র‌্যাবের ডিজি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিএনপি। বিষয়টি জানিয়েছেন, দলের সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।

এমএম/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।