জাঠদের আন্দোলন প্রত্যাহার : স্বাভাবিক হচ্ছে উত্তাল হরিয়ানা
ভারতের হরিয়ানায় নিম্নবর্গ জাঠ সম্প্রদায়ের চলমান অান্দোলন প্রত্যাহার করে নেওয়ায় রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সাত দিন ধরে বিক্ষোভ-সহিংসতায় ১০ জনের প্রাণহানির পর রাজ্য সরকার জাঠদের দাবি-দাওয়া মেনে নেওয়ায় সোমবার আন্দোলন প্রত্যাহার করা হয়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, দিল্লির সঙ্গে অধিকাংশ রাজ্যের সীমান্ত খুলে দেওয়া হয়েছে। তবে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও বিভিন্ন শহরের রাস্তা-ঘাট এখনো চালু করা সম্ভব হয়নি।
বিভিন্ন রেল-স্টেশনে আগুন ধরিয়ে দেওয়ায় মঙ্গলবার পর্যন্ত সাত শতাধিক ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। বিপর্যস্ত ট্রেন সেবা স্বাভাবিক করতে অারো সময় লাগবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 
হরিয়ানার বিক্ষোভে রাজধানী দিল্লিতে তীব্র পানিসংকট দেখা দিয়েছে। দিল্লিতে পানি সরবরাহের জন্য সোমবার হরিয়ানার মুনাক ক্যানালের দখল নিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ সন্ধ্যা নাগাদ দিল্লিতে পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই ক্যানাল থেকেই দিল্লির পানি চাহিদার অধিকাংশই সরবরাহ করা হয়।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক ট্যুইট বার্তায় বলেছেন, দিল্লির উত্তরাঞ্চলের বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে থাকা মুনাক ক্যানালের দখল সেনাবাহিনী নিয়েছে। এজন্য তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।
চাকরি ক্ষেত্রে অন্যান্য সম্প্রদায়ের ন্যায় সুযোগ সুবিধা ও কোটার দাবিতে জাঠদের এ আন্দোলনে উত্তাল হয়ে উঠে হরিয়ানা। সহিংসতায় প্রাণ হারায় ১০ জন। এছাড়া আহত হয় আরো দেড় শতাধিক। সাতদিন ধরে চলতে থাকা সহিংস পরিস্থিতি সামাল দিতে নানামুখী তৎপরতা শুরু হয়। এর এক পর্যায়ে জাট নেতা জয়পাল সিং বিক্ষোভকারীদেরকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।
পরে জয়পাল সিং এর সঙ্গে বৈঠকে বসে দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা। বৈঠকের পর বিজেপি নেতা অনিল জৈন বলেন, বিধানসভার আগামী অধিবেশনে জাটদের কোটা ও অন্যান্য দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে। এছাড়া দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য একটি কমিটিও গঠন করেছে হরিয়ানা সরকার।
এসআইএস/পিআর