পুরোহিত হত্যায় কঠোর পদক্ষেপ দাবি ভারতের
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সন্তগৌরীয় মঠের পুরোহিত মহারাজ যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ভারত। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে দেওয়া এক পোস্টে এ দাবি করেছেন ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু।
ট্যুইটারে তিনি বলেন, বাংলাদেশে পুরোহিত খুনের ঘটনায় গভীর উদ্বেগ তৈরি করেছে। নিষিদ্ধ জঙ্গিসংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশের সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নাইডু আশাপ্রকাশ করে বলেন, বাংলাদেশ সরকার এ ব্যাপারে দ্রুত কঠিন পদক্ষেপ করবে। 
রোববার সকালে পঞ্চগড়ে এক পুরোহিতকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনার দায় দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে ওই মঠের পুরোহিতসহ তিন সাধু পূজা অর্চনা করছিলেন। এ সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে চাপাতি দিয়ে জবাই করে তারা।
এ সময় গোপাল চন্দ্র পালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয়। তিনি পায়ে এবং হাতে গুলিবিদ্ধ হন। আরেক পুরোহিতের উপর ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআইএস/পিআর