লেনোভোর থ্রিডি মাল্টিমিডিয়া ল্যাপটপ


প্রকাশিত: ০৯:৫০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশের বাজারে নিয়ে এলো লেনোভোর মাল্টিমিডিয়া সিরিজের নতুন ‘জেড ৫১৭০’ মডেলের ল্যাপটপ। মাল্টিমিডিয়া ল্যাপটপটি অসাধারণ প্রিমিয়াম মেটাল ফিনিসড ডিজাইন, ইন্টেল রিয়েল সেন্স থ্রিডি ওয়েবক্যাম প্রযুক্তি দ্বারা তৈরি।

ইন্টেল রিয়েল সেন্স থ্রিডি ওয়েবক্যাম প্রযুক্তি ব্যবহারকারীকে গেসচার কন্ট্রোলের মাধ্যমে অনেক ধরনের গেম ও অ্যাপলিকেশন চালাতে সহায়তা করবে এবং থ্রিডি মুডে চেহারাকে স্ক্যান করার অসাধারণ অনুভুতি দেয়। অসাধারণ অডিওর জন্য রয়েছে জেবিএল স্পিকার এবং ডলবি হোম থিয়েটার ।

পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই-৭ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ১ টেরাবাইট হার্ডডিস্ক, ৮ জিবি এসএসএইচডি, ৮ জিবি ডিডিআর৩ র‌্যাম ,৪ জিবি এএমডি রেডিওন আর ৯  গ্রাফিক্স  এবং ১৫.৬ ইঞ্চি (১৯২০x১০৮০) ফুল এইচডি ডিসপ্লে।

অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে জেনুইন উইন্ডোজ ৮.১ ভার্সন। নেটোয়ার্কিংয়ের জন্য রয়েছে দ্রুত গতির ৮০২.১১এসি ওয়াইফাই। এছাড়াও এতে রয়েছে ব্যাকলিট কি-বোর্ড যা দ্বারা রাতেও স্বাচ্ছন্দ্যে কাজ করা যায় এবং অধিক সময় ব্যাকআপের জন্য রয়েছে ৪-সেল ব্যাটারি। ১ বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮২,৫০০/- টাকা।

আরএম/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।