ঢাবি মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:০৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জাপান স্টাডি সেন্টারের ‘মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ’র ভর্তি পরীক্ষা শুক্রবার সকালে কলাভবনে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পরীক্ষা হল পরিদর্শন করেন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় ৫০টি আসনের জন্য মোট ১৫২জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।