মিরপুরে বাড়ির ছাদে ১৭ পেট্রলবোমা


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর মিরপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে ১৭টি পেট্রলবোমা উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে মিরপুর মধ্য পীরেরবাগের ৮৫/৪ নং বাড়ির ৪র্থ তলার বাসার ছাদ থেকে এসব উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে ৬টি ককটেল, ৩টি বই ও ১২টি লিফলেট জব্দ করা হয়।
 
এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, সম্প্রতি পুলিশের হাতে বিস্ফোরকসহ গ্রেফতার হয় শফিউদ্দিন ও আব্দুর রহিম নামে দুজন। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযানটি পরিচালনা করা হয়েছে।
 
অভিযানটি পরিচালনা করেন মিরপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম খাঁন।
 
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বিস্ফোরক মামলায় শফিউদ্দিন ও আব্দুর রহিমকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়।
 
এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।