ফেসবুকে ঘৃণা ছড়ানোর স্থান নেই : জুকারবার্গ


প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘৃণা, বিদ্বেষ ছড়ানোর কোনও স্থান নেই বলে মন্তব্য করেছেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। জার্মানির বার্লিনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বর্তমানে জার্মানি সফরে রয়েছেন জুকারবার্গ। দেশটিতে ফেসবুক ব্যবহার করে হিংসাত্মক বার্তা ছড়ানো হচ্ছে বলে জুকারবার্গের কাছে অভিযোগ করেন সরকারি কর্মকর্তারা। এ সময় ফেসবুকের প্রধান নির্বাহী এই কর্মকর্তা বলেন, জার্মানিতে ফেসবুকে ঘৃণামূলক বার্তার ওপর নজরদারির জন্য আরও অনেক কিছু করতে হবে। এখানে ঘৃণা কিংবা বিদ্বেষের স্থান নেই।

তিনি বলেন, ঘৃণামূলক বার্তা যাতে আরও ভালভাবে নজরে রাখা ও সরিয়ে দেওয়া যায়, সে ব্যাপারে আরও ভাল নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হচ্ছে। এ ছাড়া এখন পর্যন্ত জার্মানিতে যথেষ্ট ভাল কাজ করতে পারিনি। আরও ভাল করার সুযোগ রয়েছে।

বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আশ্রয়প্রার্থী শরণার্থীদের উদ্দেশ্যে কথা বলেন জুকারবার্গ। তিনি বলেন, বাইরে থেকে জার্মানিতে আসা শরণার্থীদের সুরক্ষিত শ্রেণির লোক হিসেবে দেখে ফেসবুক।

এসআইএস/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।