ঝিনাইদহে নিখোঁজ মাদ্রাসা শিক্ষকের মরদেহ মিললো যশোরে
ঝিনাইদহের মাদ্রাসা শিক্ষক আবু হুরায়রাকে (৫৫) পুলিশ পরিচয়ে ৩৫ দিন আগে তুলে নেয়ার পর সোমবার যশোর থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন সকালে অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধারের পর রাত ৮টার দিকে হাসপাতালে এসে পরিচয় শনাক্ত করেন স্বজনরা। এর আগে মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত আবু হুরায়রা ঝিনাইদহ সদর উপজেলার অশ্বথলী গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি ঝিনাইদহের কুঠি দুর্গাপুর মাদ্রাসার শিক্ষক। এছাড়া ঝিনাইদহ জামায়াত ইসলামীর সুরা সদস্য বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান।
তিনি জানান, ঝিনাইদহে খ্রিস্টান হোমিও চিকিৎসক সমির উদ্দীন বিশ্বাস হত্যাকাণ্ডের পর থেকে জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী নিখোঁজ ছিলেন। আবু হুরায়রা তাদেরই একজন। সোমবার যশোর কোতোয়ালি থানার মাধ্যমে তার মরদেহ উদ্ধারের সংবাদ পেয়েছেন।
নিহতের ভাই আব্দুল মালেক দাবি করেছেন, ডিবি পুলিশ পরিচয়ে গত ২৪ জানুয়ারি আবু হুরায়রাকে তার কর্মস্থল ঝিনাইদহের কুঠি দুর্গাপুর মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় থানায় জিডি করা হয়। কিন্তু কোথায় খুঁজে পাওয়া যায়নি। এমনকি পুলিশ আটকের কথাও স্বীকার করেনি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী জানান, পুলিশ যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকার বেলতলা নামক স্থানে মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয়দের খবরের প্রেক্ষিতে মৃতদেহটি উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পরে রাতে তার স্বজনরা মৃতদেহটি দেখে পরিচয় শনাক্ত করেন।
মিলন রহমান/বিএ