আজকের ধাঁধা : ০৩ মার্চ ২০১৬
ধাঁধা :
১. ‘গায়ে জড়ালে শীত যায়,
বনে থাকলে দামি হয়।’
২. ‘গায়ে ভরা রস তার,
সব লোকে চুষে খায়।
চুষে খাওয়া জিনিসটি
রাস্তায় ফেলে দেয়।’
৩. ‘গাছের কোনো অঙ্গ হলেও
ঘটনা বলা চলে।’
৪. ‘গাছটা কিন্তু এক হাত,
ফল ধরে পাঁচখান।’
উত্তর :
১. শাল
২. আখ
৩. কাণ্ড
৪. হাতের পাঁচ আঙুল
এসইউ/আরআইপি