বঙ্গোপসাগরে ৩ জলদস্যু আটক : ২৭ জেলে উদ্ধার
গভীর সমুদ্রে ডাকাতির সময় জলদস্যু মাষ্টার বাহিনীর তিন সদস্যকে আটক করেছে কোষ্টগার্ড। এ সময় মুক্তিপনের দাবিতে ডাকাতদের কাছে আটক হওয়া ২৭ জেলেকেও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪টায় কোষ্টগার্ড পাথরঘাটা ষ্টেশনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, কোস্টগার্ডের দক্ষিণ জোন ভোলা এর জোনাল কমান্ডার মো. আনোয়ার হোসেন।
আটক তিন জলদস্যু হলেন, আলী হোসেন (২৭), শিমুল হোসেন (২৮) এবং সবুজ মাতুব্বার।
আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার দিনে ও রাতে জলদস্যু মাষ্টার বাহিনী পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্রের বিভিন্ন এলাকায় জেলে ট্রলারে হামলা চালাচ্ছে এবং মুক্তিপনের দাবিতে বেশ কিছু জেলেকে আটক করেছে এমন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড পাথরঘাটা ষ্টেশন বুধবার সকালে অভিযানে নামে। কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি করলে কোষ্টগার্ডও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জলদস্যুরা আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ট্রলারসহ একটি বন্দুক, একটি কাটা রাইফেল, একটি এলজি, বেশকিছু গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তাদের আটকের পর রাতভর তাদের নিয়ে আরো জলদস্যু ও আটক জেলেদের উদ্ধারে অভিযান চালায় কোস্টগার্ড। পরে তাদের স্বীকারোক্তিমূলোক জবানবন্দি অনুযায়ী বুধবার রাতে তাদের কাছে মুক্তিপণের জন্য অপহরণ করা ২৭ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। বৃহস্পতিবার বেলা ১১ টায় তাদেরকে কোষ্টগার্ড পাথরঘাটা ষ্টেশনে নিয়ে আসা হয়। আটক জলদস্যুদের ২ জনের বাড়ি বরিশালে ও ১ জনের বাড়ি পাবনা বলেও জানায় কোস্টগার্ড।
এদিকে জলদস্যু আটকের খবর পাথরঘাটায় ছড়িয়ে পড়লে কোস্টগার্ডকে ধন্যবাদ জানিয়ে পাথরঘাটা শহরে আনন্দ মিছিল করে ট্রলার মালিক, শ্রমিকসহ বিভিন্ন সংগঠন। পরে সমুদ্রে জলদস্যু মুক্ত রাখতে জেলেদের সাথে মত বিনিময় এবং জলদস্যুদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে কোস্টগার্ড কে সহযোগিতা করার জন্য বলেন আনোয়ার হোসেন।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/পিআর