নতুন গানে শাকিরার বাজিমাত (ভিডিও)


প্রকাশিত: ০৭:৩২ এএম, ০৫ মার্চ ২০১৬

আফ্রিকায় ফুটবল বিশ্বকাপ নিয়ে ‘ওয়াকা ওয়াকা’ গান করে বিশ্বজুড়ে নিজেকে চিনিয়েছিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। তারপর অনেক গানেই তিনি মাদকতা ছড়িয়েছেন সুর আর নাচের সম্মিলনে।

এই ব্ল্যাক ডায়মন্ডের বিশেষ গুণ, গানের সঙ্গে মন ভুলানো নাচ। সুরে সুরে শরীরের দোলায় সালসা আর বেলি ডান্স-ই দিয়ে নিজের স্বতন্ত্র একটি পরিচয় তিনি তৈরি করে ফেলেছেন। তাই শাকিরার ভক্তরা শুধু গানই শোনেন না, সেটি উপভোগও করেন চোখ দিয়ে।

সেই ভক্তরাই এবার মেতেছেন প্রিয় তারকার নতুন গান ‌‌‘ট্রাই এভরিথিং’ নিয়ে। জানা গেছে, ওয়াল্ট ডিজনির পরবর্তী ছবি ‘জুটোপিয়া’তে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গেল ৩ মার্চ ইউটিউবে প্রকাশ হয়েছে গানটির অফিসিয়াল ভিডিও। এই অল্প সময়ে কোনোরকম প্রচারণা ছাড়াই গানটি দেখা হয়ে গেছে সাড়ে ৫ লাখেরও বেশিবার।’ শাকিরার এই গান নাকি চলতি বছরটা মাতিয়ে রাখবে- এমনটাই প্রত্যাশা করছেন সংগীতবোদ্ধারা।

এরইমধ্যে এই গানের দারুণ ভক্ত বনে গেছেন শাকিরার স্বামী বার্সেলোনা তারকা জেরার্ড পিকে ও তার বন্ধু লিওনেল মেসি, নেইমাররা। তবে আপনি আর বাদ রইবেন কেন! দেখে নিন শাকিরার নতুন গানটির ভিডিও :



এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।