দিনাজপুরে ১৪ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল


প্রকাশিত: ১০:৫২ এএম, ০৫ মার্চ ২০১৬

তৃতীয় বারের মত  ভূমিদস্যুদের দ্বারা দিনাজপুর পৌরসভার ময়লা-গাড্ডার জমি দখলের প্রতিবাদে আগামী ১৪ মার্চ দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে সুধী সমাজ।

দিনাজপুর পৌর পরিষদের ডাকা সুধী সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা গাড্ডা দখল মুক্ত করার আলটিমেটাম দিয়ে পৌর মেয়র এই কর্মসুচির ডাক দেন।

জানা গেছে, শহরের পূর্বপাশে মাতা সাগরস্থ রাজারামপুর মৌজার এলাকায় দিনাজপুর পৌরসভার ময়লা-গাড্ডার ৮ একর ৬০ শতক জমি দীর্ঘ ৫৩ বছর যাবত পৌরসভার নিজ দখলে রেকর্ডভূক্ত সম্পত্তি হিসেবে আছে। উক্ত জমিতে দিনাজপুর পৌরসভার যাবতীয় আবর্জনা ফেলে নিজ স্বত্তে দীর্ঘ ১২ বছরের বেশি সময় যাবত ভোগদখল করে আসছে।

কিন্তু ২০১৫ সালের ৩ ডিসেম্বর জনৈক রিরোদ মোহন দাস গং,আবু হোসেন, সন্তোষ কুমার, পুশিদার, আব্দুল মান্নান সরকার ও আবু হোসেন উক্ত জমি দখল করে ২৯ ফেব্রুয়ারি ময়লা গাড্ডার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে সেখানে পৌর শহরের ময়লা আবর্জনা ফেলা বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে পৌরপরিষদ শনিবার সকাল ১০ টায় দিনাজপুর লোকভবনে সুধি সমাবেশের আহ্বান করেন।

সভায় বক্তারা মেয়রের নেতৃত্বে নাগরিক সমাজ ভূমিদস্যুদের হাত থেকে ময়লা-গাড্ডার জমি দখলের ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার আহ্বান জানান।

উপস্থিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন, কোনো অবস্থাতেই ময়লা-গাড্ডার জমির একচুল মাটিও ভূমিদস্যুদের দখল করতে দেয়া হবে না।

এ সময়বক্তারা একটি শক্তিশালী লিগ্যাল এইড কমিটি ও এ্যাডভাইজারী কমিটি গঠনের প্রস্তাব করেন। আলোচনা শেষে ভুমিদস্যুদের জমি দখলের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে লোকভবন থেকে পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও সচেতন নাগরিক সমাজ দিনাজপুরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের নেতৃত্বে সচেতন পৌরবাসী এক বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সুধী সমাবেশ থেকে প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পৌরসভার ময়লা গাড্ডা দখলদার মুক্ত করার আলটিমেটাম দিয়ে ১২ দিন ব্যাপী কর্মসুচির ঘোষণা করা হয়।

Dinajpur
পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম কর্মসূচি পাঠ করে শোনান। কর্মসূচীর মধ্যে রয়েছে ৫ মার্চ শহরে বিক্ষোভ মিছিল। যা দুপুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আগামী ৬ মার্চ পৌরসভায় সকাল ১১ টায় সংবাদ সম্মেলন,৮ মার্চ সকাল ১০ টায় মানববন্ধন, ৯ ও ১০ মার্চ জনমত তৈরির লক্ষ্যে ১২ টি ওয়ার্ডে জনগনের সাথে মতবিনিময়, ১৩ মার্চ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্বারকলিপি প্রদান, ১৪ মার্চ দিনাজপুরে সকাল সন্ধ্যা হরতাল ও ১৫ মার্চ ময়লা গাড্ডা উদ্ধারের জন্য কাফনের কাপড় পরে ময়লা গাড্ডার উদ্দেশ্যে যাত্রা এবং সেখানে সুধী সমাবেশ।

পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সচেতন নাগরিক সমাজ দিনাজপুরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, কাউন্সিলর রবিউল ইসলাম রবি, রোকেয়া বেগম লাইজু, রেহাতুল ইসলাম খোকা, এ্যাড. মেহেরুল ইসলাম, সাংবাদিক ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সুলতান কামাল উদ্দীন বাচ্চু, আহমদ শফি রুবেল প্রমুখ।

এর আগেও ২০১১ সালের ২৫ জুলাই কতিপয় ভূমিদস্যু কর্তৃক ময়লা-গাড্ডার এই জমিটি দখলের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিল সচেতন পৌরবাসী।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।