সিলেট নগর থেকে শাবি শিক্ষার্থী নিখোঁজ!
সিলেট নগরের সুরমা আবাসিক এলাকার একটি ছাত্রাবাস থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার শামীম ইয়াসিন রাদিল নামের নিখোঁজ ওই শিক্ষার্থীর বাবা এসএমপির কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম সুরমা আবাসিক এলাকায় একটি ছাত্রাবাসে থাকতেন। কিন্তু গত সপ্তাহ থেকে শামীম নিখোঁজ রয়েছেন জানিয়ে তার বাবা কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর প্রেক্ষিতে পুলিশ ওই ছাত্রাবাস পরিদর্শন করেছে।
তবে ছাত্রাবাসের অন্যান্য সদস্য ও শামীমের বন্ধুদের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জাগো নিউজকে বলেন, শামীম ছাত্রাবাস থেকে তার সব কিছু নিয়ে এবং ছাত্রাবাসের দেনা-পাওনা পরিশোধ করে ছাত্রাবাস ত্যাগ করেছেন। এছাড়াও তিনি ঢাকায় যাচ্ছেন জানিয়েছেন। এমনকি ঢাকায় গিয়ে তার মা’র সঙ্গে মোবাইলে ফোনে কথা বলেছেন বলেও জানিয়েছন পুলিশের ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, নিখোঁজের বিষয়টি রহস্যজনক।
ছামির মাহমুদ/এমজেড/এবিএস