পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচন নিয়ে মমতার অসন্তোষ


প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০৬ মার্চ ২০১৬

পশ্চিমবঙ্গে সাত দিনে ছয় ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে ছয় দফায় বিধান সভার নির্বাচনে কমিশনের (ইসি) এই সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মমতা ব্যানার্জী। কলকাতায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণাকালে মমতা পশ্চিমবঙ্গের নির্বাচনী তফসিলকে নিরপেক্ষ নয় বলে উল্লেখ করেছেন। 

তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট মমতা ব্যানার্জী বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয় তা আমরা অনুসরণ করবো। তবে পশ্চিমবঙ্গের সঙ্গে সবসময় বিমাতাসুলভ আচরণ আমরা পছন্দ করি না। সিপিআই (এম), কংগ্রেস ও বিজেপি সবসময় রাজ্যের বিরুদ্ধে ভুয়া খবর প্রচার করছে।

পশ্চিমবঙ্গের নির্বাচনী তফসিল ঘোষণার এক ঘন্টার মধ্যেই ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিধানসভার ২৯৪ আসনের সবকটির প্রার্থী ঘোষণা করেছে। সারদা কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত মদন মিত্রকে পুনরায় মনোনয়ন দিয়েছে তৃণমূল কংগ্রেস।

দলটি এবার ৪৫ নারীকে মনোনয়ন দিয়েছে। ২০১১ সালে দলটি ৩১ নারীকে মনোনয়ন দিয়েছিল। মুসলিম প্রার্থীর সংখ্যা বাড়িয়ে ৫৭ করা হয়েছে। পাঁচ বছর আগে এ সংখ্যা ছিল ৩৮। মমতা ভবানিপুরের আসন থেকে লড়বেন। ২০১১ সালে এই আসন থেকেই বিজয়ী হয়েছিলেন তিনি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।