নারীর অধিকার নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে


প্রকাশিত: ০৬:০৪ এএম, ০৬ মার্চ ২০১৬

নারীর অধিকার নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে ‘অধিকার,মর্যদায় নারী-পুরুষ সমানে সমান আন্তর্জাতিক নারী দিবস ২০১৬` শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর অধিকার নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবহুল আমাদের এই দেশে সব সমস্যা সরকারের এককভাবে সমাধান করা সম্ভব নয়। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে অধিকার আদায়ে কাজ করলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিনই অসংখ্য নারীর মানবাধিকার হরন হচ্ছেন। পাশাপাশি আমাদের দেশে নারীর অধিকার সচেতনতার অভাব রয়েছে।

তারা আরো বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন আইনের প্রয়োগ ও ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গির প্রসার। পাশাপাশি পুরুষদের মানসিকতা পরিবর্তন করতে পারলে সমাজে নারীদের অধিকার অনেকাংশেই প্রতিষ্ঠিত হবে।

মানববন্ধনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এসডিসি সচিব নাসিমা বেগমসহ বিভিন্ন শ্রেণি পেশার নারীরা উপস্থিত ছিলেন।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।