ইউপি নির্বাচন : কুড়িগ্রামের ৩ উপজেলায় ৮১ প্রার্থী চূড়ান্ত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার ১৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। রোববার মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৮১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের জাতীয় পার্টির প্রার্থী কামরুল আলম বাদলের মনোনয়ন পত্র বাতিল করে রিটার্নিং অফিসার। ফলে এ ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া ও বিএনপির মো. ইলিয়াস প্রতিদ্বন্দ্বিতায় থাকলো।
এখন ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগের ১৬ জন, বিএনপির ১৬জন এবং জাতীয় পার্টির (এরশাদ) ১৩ জন প্রার্থী।
এছাড়াও বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৮ জন। এর মধ্যে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ২ জন এবং জাতীয় পার্টির ৩ জন। ২৮ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে লড়াই করছেন।
নাজমুল/এমএএস/আরআইপি