বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতামূলক গবেষণা জরুরি


প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৮ মার্চ ২০১৬

বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতামূলক  (কোলাবরেটিভ) গবেষণা জরুরি বলে মন্তব্য করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মানান।

মঙ্গলবার দুপুরে ইউজিসি অডিটরিয়ামে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের ইনোভেশন ফান্ডের আওতায় দেশের ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় পাঁচটি ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবরেটিভ রিসার্চ প্রজেক্ট বাস্তবায়নের উদ্দেশ্যে ইউজিসি’র সঙ্গে এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, উন্নত বিশ্বে দীর্ঘদিন যাবৎ ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতামূলক (কোলাবরেটিভ) গবেষণা চলে আসছে। একটি দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও বিকাশের জন্য ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতামূলক গবেষণা খুবই জরুরি। কিন্তু বাংলাদেশে এই সংস্কৃতি নেই বললেই চলে।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্বে বক্তব্য রাখেন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মোহান্ত,  ইউজিসি সচিব ড. মো. খালেদ, হেকেপের এআইএফ কোঅর্ডিনেটর মো. কোরবান আলী।

চুক্তিস্বাক্ষরকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো; ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লি. বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনটারস্টফ অ্যাপারেলস লি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, খুলনা বিশ্ববিদ্যালয় আকিজ পার্টিকাল বোর্ড মিল্লা লি. এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনভেন্ট টেকনোলজিস লি. এর সঙ্গে যৌথভাবে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবে।

এই চুক্তিস্বাক্ষরের মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ অনেক উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনএম/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।